মাধ্যমিকে সাফল্যের উপায় (পর্ব দুই)
নিঃসন্দেহে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সফলতা নিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়। মাধ্যমিকে সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে চলছে ধারাবাহিক প্রবন্ধ; মাধ্যমিকে সাফল্য লাভের সূত্র। আজ রইল দ্বিতীয় সূত্র।
মাধ্যমিকে সাফল্যের দ্বিতীয় সূত্র – Time Management করা
মনে রাখবেন, একজন পরীক্ষার্থী সারা বছর কি পড়েছে, কি শিখেছে তা মুল্যায়িত হবে মাত্র তিন ঘণ্টায়।
ভেবে দেখুন, মাত্র তিন ঘণ্টার মধ্যে একজন ছাত্র বা ছাত্রীকে সমস্ত বিভাগের উত্তর গুছিয়ে লিখে আসতে হবে। তবেই সে ভালো রেজাল্ট করতে পারবে।
পরীক্ষার তিন ঘণ্টার প্রস্তুতি নেবে কিভাবে?
প্রথমত এর জন্য প্রয়োজন ঘড়ি ধরে পরীক্ষা দেওয়া। প্রতিটি বিভাগে যেমন নম্বর, শব্দসংখ্যার সীমা উল্লেখিত থাকে, তেমনি ভাবে পরীক্ষার্থীকেও মনে মনে বিভাগ প্রতি সময় সীমা ভেবে নিতে হবে। কোনভাবেই সেই সময়সীমা অতিক্রম করা যাবে না। তাহলেই প্রতিটি বিভাগে ভালো ফলাফল করা সম্ভব হবে।
Time Management শেখার একটি কার্যকর সমাধান হল EDULEARN মক্ টেস্ট।
তিন ঘণ্টার কি ভাবে উত্তর লিখবে, কোন কোন দিকে খেয়াল রাখবে, এর একটি সাম্যক ধারণা পাওয়া যায় EDULEARN মাধ্যমিক মক্ টেস্টের মাধ্যমে।
EDULEARN মাধ্যমিক মক্ টেস্ট কিভাবে মাধ্যমিক পরীক্ষায় নম্বর বাড়াতে সাহায্য করে তা প্রায় আমরা সবাই জানি।
প্রথম মাধ্যমিক মক্ টেস্ট শুরু হচ্ছে আগামী 17ই October থেকে। এই ব্যাপারে আরো জানতে চলে আসুন EDULEARN উত্তরপাড়া সেন্টারে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন 9614581033 নম্বরে।