মাধ্যমিকে সাফল্যের উপায় (পর্ব তিন)
নিঃসন্দেহে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সফলতা নিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়। মাধ্যমিকে সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে চলছে ধারাবাহিক প্রবন্ধ; মাধ্যমিকে সাফল্য লাভের সূত্র। আজ রইল তৃতীয় সূত্র।
মাধ্যমিকে সাফল্যের তৃতীয় সূত্র – সাতটি বিষয়ের দুর্বল অংশ ও সবল অংশ চিনতে শেখা
ছাত্রছাত্রীদের মাধ্যমিকে মোট সাতটি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়।
এদের মধ্যে কিছু বিষয় পরীক্ষার্থীদের পছন্দের হয়, আর কিছু অপছন্দের। যেমন ধরা যাক, কোন ছাত্রীর হয়তো গণিত করতে খুব ভালো লাগে, কিন্তু ইতিহাস পড়তে একদম ভালো লাগে না।
কিন্তু পরীক্ষায় সাফল্য এই সাতটি পরীক্ষার উপরেই নির্ভর করে।
ধরা যাক, সেই ছাত্রীটি ইতিহাসে পেয়েছে 40 আর বাকি ছয়টি বিষয়ের সবকটিতেই 90 এর ঘরে নম্বর পেয়েছে।
এই ক্ষেত্রে কিন্তু একটি মাত্র বিষয়ে খারাপ নম্বর পাবার জন্যে তার পাঁচ শতাংশ কমে যাবে।
মানে, ছাত্রীটি যদি ইতিহাসেও 90 নম্বর পেত তাহলে সে মাধ্যমিকে মোট 90 শতাংশ নম্বর পেত।
কিন্তু একটি বিষয়ে নম্বর খারাপ হবার কারণে তার নম্বর 85 শতাংশে চলে আসবে।
কিভাবে প্রস্তুতি নিতে হবে?
এই ভুল অতিক্রম করতে হলে, প্রথমে নিজের দুর্বল এবং সবল দিক বুঝে নিতে হবে, এবং সেই মত দুর্বল অংশগুলিকে সবল এবং সবল অংশগুলিকে আরো শক্তিশালী করে তুলতে হবে।
এর একটি বাস্তব প্রতিফলন পাওয়া যায়, EDULEARN মাধ্যমিক মক্ টেস্টের মাধ্যমে।
যেখানে, ছাত্রছাত্রীরা পরীক্ষার পর্যালোচনার মাধ্যমে তাদের বর্তমান অবস্থান বুঝতে পারে, ফলে নিজের দুর্বল বিষয়গুলিকে আরো শক্তিশালী করে মাধ্যমিক পরীক্ষায় নম্বর বৃদ্ধি করার সুযোগ পায়।
প্রথম মাধ্যমিক মক্ টেস্ট শুরু হচ্ছে আগামী 17ই October থেকে। এই ব্যাপারে আরো জানতে চলে আসুন EDULEARN উত্তরপাড়া সেন্টারে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন 9614581033 নম্বরে।