মাধ্যমিকে সাফল্যের উপায় (পর্ব এক)

নিঃসন্দেহে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সফলতা নিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়। আমরা এই ধারাবাহিক প্রবন্ধের মাধ্যমে মাধ্যমিকে সাফল্য লাভের কয়েকটি বিশেষ সূত্র নিয়ে আলোচনা করবো।

মাধ্যমিকে সাফল্যের প্রথম সূত্র – সঠিক পদ্ধতিতে উত্তর লেখা

সাধারণত মাধ্যমিকে সিলেবাসের বাইরে কোন প্রশ্ন আসে না, তাই প্রায় সব প্রশ্নের উত্তরই পরীক্ষার্থীর জানা থাকে।

তাহলে সবাই 90 এ 90 পায় না কেন?

কারণ উত্তর জানা থাকলেও সঠিক ভাবে উত্তর না লেখার ফলে নিজের অজান্তে নম্বর কাটা যায়।

ছাত্রছাত্রীরা সারা বছর কঠোর পরিশ্রম করে বইয়ের প্রতিটা অংশ যথাযথ ভাবে খুঁটিয়ে পড়লেও, উত্তর লেখার সঠিক কৌশল অধিকাংশ পরীক্ষার্থীর কাছে অজানা থেকে যায়।

কিভাবে নির্ভুল ভাবে উত্তর লেখা যায়?

এর জন্য প্রয়োজন প্রচুর পরীক্ষা দেওয়া। টেস্ট পেপার বা অন্য প্রশ্নের বইগুলি ভালো ভাবে দেখলে প্রশ্নের ধরণের একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। কিন্তু লিখিত উত্তরের সঠিক মূল্যায়ন অধিকাংশ ক্ষেত্রে সম্ভব হয় না।

এই সমস্যার একটি সমাধান EDULEARN মাধ্যমিক মক্‌ টেস্টে ।

মাধ্যমিক মক্‌ টেস্টে উত্তরপত্রের প্রতিটা উত্তরের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভুল গুলি চিহ্নিত করে সেই প্রশ্ন গুলির কিভাবে উত্তর লিখলে নম্বর ভালো পাওয়া যাবে তা উল্লেখ করা হয়।

ফলে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে ওঠে।

EDULEARN মাধ্যমিক মক্‌ টেস্ট কিভাবে মাধ্যমিক পরীক্ষায় নম্বর বাড়াতে সাহায্য করে তা প্রায় আমরা সবাই জানি।

Madhyamik-Mock-Test

প্রথম মাধ্যমিক মক্‌ টেস্ট শুরু হচ্ছে আগামী ১৭ই October থেকে। এই ব্যাপারে আরো জানতে চলে আসুন EDULEARN উত্তরপাড়া সেন্টারে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন 9614581033 নম্বরে

মাধ্যমিকে সাফল্যের দ্বিতীয় সূত্রটি পড়ুন।

Leave a Reply

Open chat
Need help?
Hello!
How can we help you?