Mini Mock Test 2019 – Results

গত ১৪ই জুলাই উত্তরপাড়া গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছিল EDULEARN ইন্টার স্কুল মিনি মক টেস্ট ২০১৯।

বিভিন্ন স্কুল থেকে অষ্টম, নবম এবং দশম শ্রেণির মোট ৮৩২ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এই পরীক্ষায়। চূড়ান্ত তালিকা প্রকাশিত হল আজ ১৫ই আগস্ট ২০১৯ তারিখে।

প্রতি শ্রেণি থেকে আমরা বেছে নিয়েছি পাঁচ জন করে পরীক্ষার্থী এবং তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে ‘সেরার সেরা’ অর্থাৎ এই কম্পিটিশনের বিজয়ী।

দেখা নেওয়া যাক অষ্টম শ্রেণি পাঁচ জন স্থানাধিকারির নাম

class-8-list

নবম শ্রেণি পাঁচ জন স্থানাধিকারির নাম

দশম শ্রেণি পাঁচ জন স্থানাধিকারির নাম

তিন শ্রেণির প্রথম স্থানাধিকারিরা হল –

 

এই তিন শ্রেণির প্রথম স্থানাধিকারির মধ্যে থেকে ‘section 5’ এর পারফর্মেন্সের বিচারে নির্বাচন করা হয়েছে ‘সেরার সেরা’ অর্থাৎ এই কম্পিটিশনের বিজয়ীকে।

অষ্টম শ্রেণির পরীক্ষার্থীদের বিদ্যালয় ভিত্তিক ফলাফল –

নবম শ্রেণির পরীক্ষার্থীদের বিদ্যালয় ভিত্তিক ফলাফল –

দশম শ্রেণির পরীক্ষার্থীদের বিদ্যালয় ভিত্তিক ফলাফল –

বিশেষ দ্রষ্টব্যঃ

বিগত চারটি রবিবার ধরে আমরা সকল পরীক্ষার্থীদের মুল্যায়িত উত্তরপত্র আলোচনা-সহ ফেরত দিয়েছি।

যদি কোন পরীক্ষার্থী আমাদের ফোন না পেয়ে থাকেন, সেক্ষেত্রে তারা আমাদের উত্তরপাড়া সেন্টারে যোগাযোগ করতে পারেন। এছাড়া, প্রতিটি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের EDULEARN এর তরফে certificate দেওয়া হবে। কোথা থেকে এই certificate সংগ্রহ করা যাবে তা আগাম জানিয়ে দেওয়া হবে।

একটি বিশেষ বিজ্ঞপ্তি

ছাত্রছাত্রীদের উন্নতির লক্ষ্যে EDULEARN এর তরফে সারা বছর নানান ওয়ার্কশপের আয়োজন করা হয়। আগামী কয়েকটি ওয়ার্কশপের সময়সূচীর উল্লেখ করা হল, আগ্রহী ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই ওয়ার্কশপগুলিতে অংশগ্রহণ করতে পারেন। ওয়ার্কশপে বিনামূল্য নাম নথিভুক্ত করতে এই লিঙ্কে ক্লিক করুন

workshop_website

Leave a Reply

Open chat
Need help?
Hello!
How can we help you?