Workshop Notice

একটি বিশেষ বিজ্ঞপ্তি

ছাত্রছাত্রীদের উন্নতির লক্ষ্যে EDULEARN এর তরফে সারা বছর নানান ওয়ার্কশপের আয়োজন করা হয়। আগামী কয়েকটি ওয়ার্কশপের সময়সূচীর উল্লেখ করা হল, আগ্রহী ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই ওয়ার্কশপগুলিতে অংশগ্রহণ করতে পারেন।

বিশদ বিবরণ

১৮ই আগস্ট ২০১৯ (রবিবার) । শ্রেণি – দশম

আলোচ্য বিষয় – মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে কিভাবে নম্বর বাড়ানো যেতে পারে?

২৫শে আগস্ট ২০১৯ (রবিবার) । শ্রেণি – নবম

আলোচ্য বিষয় – সঠিক উপায়ে ভৌতবিজ্ঞান পড়বে কিভাবে?

১লা সেপ্টেম্বর ২০১৯ (রবিবার) । শ্রেণি – দশম

আলোচ্য বিষয় – মাধ্যমিকে জীবনবিজ্ঞানে কিভাবে নম্বর বাড়ানো যেতে পারে?

৮ই সেপ্টেম্বর ২০১৯ (রবিবার) । শ্রেণি – অষ্টম

আলোচ্য বিষয় – ইংরাজিতে ভীতি কাটাবে কিভাবে?

সবকটি ওয়ার্কশপ EDULEARN উত্তরপাড়া সেন্টারে অনুষ্ঠিত হবে।

আগ্রহী ছাত্রছাত্রীরা বিনামূল্য এই সকল ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণ করতে নিচের ফর্ম ফিলাপ করুন অথবা 9614581033 নম্বরে যোগাযোগ করুন।

Leave a Reply

Open chat
Need help?
Hello!
How can we help you?