উচ্চ মাধ্যমিকে বিষয় নির্বাচন – কাউন্সিলিং সেশন
মাধ্যমিকের পরে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের কাছে গুরুত্বপূর্ণ হল উচ্চ মাধ্যমিকে সঠিক বিষয় নির্বাচন। কারণ ভবিষ্যতের সফলতা নির্ভর করে উচ্চ মাধ্যমিকে সঠিক বিষয় নির্বাচনের উপরেই।
উচ্চ মাধ্যমিকে কোন শাখা এবং তাতে কোন কোন বিষয় নেওয়া গেলে ভবিষ্যতে কেরিয়ার গঠনে সহায়তা হতে পারে তার জন্য আয়োজন করা হচ্ছে একটি বিশেষ কাউন্সিলিং সেশন ।

EDULEARN এবং JUMP ম্যাগাজিনের যৌথ উদ্দ্যোগে আয়োজিত এই কাউন্সিলিং সেশনে মাধ্যমিক ২০১৯ এর সকল ছাত্রছাত্রী অংশগ্রহন করতে পারবে।
তারিখ: 31শে মার্চ (রবিবার)
সময়: সকাল ১১টা থেকে বেলা ১টা
স্থান: EDULEARN উত্তরপাড়া সেন্টার
(উত্তরপাড়া রাজা প্যারী মোহন কলেজ বাস স্ট্যান্ডের কাছে)
Google Map Link: http://bit.ly/Uttarpara-EDULEARN
নাম নথিভুক্ত করতে নিচের ফর্মটি ফিলআপ করুন।