Workshop – Class X – 23 Feb

EDULEARN Workshop

ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়গুলিতে শক্তিশালী করা এবং পরীক্ষায় আরো ভালো ফলাফলের লক্ষ্যে EDULEARN সারা বছর অসংখ্য workshop বা কর্মশালার আয়োজন করে।

EDULEARN workshop কেন গুরুত্বপূর্ণ?

ছাত্রছাত্রীরা বিদ্যালয় বা প্রাইভেট কোচিং ক্লাসে সব বিষয়গুলি পড়লেও সব বিষয়গুলি 100% বোঝা সম্ভব হয় না। আর ভালো ভাবে না বুঝলে পরীক্ষায় ভালো ফলাফল করা অসম্ভব। EDULEARN workshop গুলিতে নির্বাচিত কয়েকটি বিষয়ের বিস্তারিত আলোচনা, হাতে কলমে পরীক্ষা ইত্যাদির মাধ্যমে বিশেষজ্ঞ শিক্ষকেরা মূল বিষয়গুলি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। ফলে না পাঠ্য বিষয়গুলি বোঝা খুবই সহজ হয়ে যায়।

কারা এই workshop গুলিতে অংশগ্রহণ করতে পারে?

নির্দিষ্ট শ্রেণির যে কোন ছাত্রছাত্রী এই workshop গুলিতে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারে। প্রতিটি workshop এর আসন সংখ্যা সীমিত, ফলে আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামুলক।

Workshop – 1 (class 10)

বিষয়ঃ গণিত

অধ্যায়ঃ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

তারিখঃ 23rd February 2020 (রবিবার)

সময়ঃ 11 am to 1 pm

স্থানঃ EDULEARN Uttarpara Centre


এই workshop-এ বিনামূল্যে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন 9614581033 নম্বরে অথবা নিচে দেওয়া ফর্মটি ফিলাপ করুন।

 

Leave a Reply

Open chat
Need help?
Hello!
How can we help you?