সব ছাত্রছাত্রীদেরই স্বপ্ন পরীক্ষায় ভালো রেজাল্ট। কিন্তু বহু চেষ্টার পরেও অনেকের কাছে ভালো রেজাল্টের স্বপ্ন অধরাই থেকে যায়।
কারণ, পড়াশোনা ও কেরিয়ারে সাফল্য একটি সুদীর্ঘ সাধনার ফলাফল।
এর জন্য চাই-
- নিয়ম মেনে পড়া বোঝা ও অভ্যাস করা
- সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম
- নিয়মিত শরীর চর্চা
- এবং লক্ষ্য স্থির রেখে প্রতিদিন এগিয়ে চলা
আমরা দেখেছি, উপরিউক্ত বিষয়গুলি যথাযথ ভাবে প্রয়োগ না করার ফলে বহু চেষ্টা সত্ত্বেও পরীক্ষায় ভালো ফল হয় না।
তাই ছাত্রছাত্রীদের সাহায্যার্থে EDULEARN এর বিশেষ প্রয়াস কেরিয়ার কাউন্সেলিং
এই কাউন্সেলিং সেশান ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পড়াশোনা ও জীবনশৈলীর সুস্পষ্ট ধারণা পেতে সাহায্য করবে।
এই নিশুল্ক কেরিয়ার কাউন্সেলিং-এ অংশগ্রহণ করতে নিচের ফর্ম ফিল-আপ করুন। আমরা আপনাকে যোগাযোগ করে নির্দিষ্ট সময় ও তারিখ দেব।
আরো জানতে যোগাযোগ করুন 9614581033 নম্বরে।